

খোন্দকার জিল্লুর রহমান :
আমি একজন মানুষ, আমি আমাকে নিয়েই ব্যস্ত থাকতে চেষ্টা করি। অযথা আমার মুল্যবান কাজ ব্যতিত কাউকে সমতুল্য বা অসমতুল্য, ভালো-খারাপ, ব্যক্তিগত বা সমষ্টিগত এমনকি কারো ফ্যামেলি ফারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোন সুযোগ আমার হয়ে উঠে না। এক কথায় সুস্থ এবং গঠনমূলক কাজে সম্পুর্ণ সময় ব্যয় করি। তব্ওু কেন যেন অস্বীকার করার উপায় নাই যে, দিনশেষে এই আমি নামক ব্যক্তিটা সবার চোখে এক নই, কেউ আমাকে ভালো জানে, আবার কেউ আমাকে মন্দ বলেও মানে। তবে আমি নিজেই যে একজন অধিক পরিমানে আত্মবিশ্বাসী মানুষ তাতে কোন সন্দেহ নাই এবং সবাই জানে আমি মানুষটা কেমন।
পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে যাকে পারফেক্ট বলা যায়, অর্থ্যাৎ নেই বললেই চলে। সাধারন ভাবে বলতে গেলে যে মেয়েটা দেখতে ফর্সা কিন্তু তার নাক বোঁচা, যে মেয়েটার নাক সুন্দর কিন্তু দেখা যাবে তার কেটস্ আই। আবার যে ছেলেটা অংকে ভালো সেই ছেলেটাই আবার ইংরেজিতে দুর্বল, যে ছেলেটা কোন ভাল চাকুরি করে দেখা যায় অবয়ব সুন্দর নয়। ঠিক পছন্দ-অপছন্দের ব্যপারেও নাক বোঁচা আমার কাছে পছন্দের হলেও অন্য কারো নিকট কেটস্ আই মেয়েটা মোটেও পছন্দের নয়। এক কথায় বলতে হবে সবাই সবার ক্ষেত্রে শতভাগ পারফেক্ট নয়, এটাই অবলিলায় সত্য।
বলতে পারি পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের ভাবনাও বিভিন্ন ধরনের, ধরে নেয়া যায় একক সঠিক বলতে কোন কিছুই নেই, বিচিত্র ধরনের মানুষ বিচিত্র ধরনের চিন্তাধারা। কেউ কেউ অমাবস্যার রাতে চাঁদ খুঁজলেও আবার সে চাঁদেও কলঙ্ক খুঁজে কোন মানুষ । সূর্যের প্রখরতা খুঁজতে গিয়েও কেউ বলে সূর্য ডুবে যায় কেন? আবার কোন কোন লোক অন্যের দোষ খুঁজতে গিয়ে একদিকে অপমানিত হয়, অপরদিকে নিজের জীবনের মুল্যবান সময় নষ্ট করেও শেষ বয়সে একজন মুল্যহীন কথিত মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়। আমরা সময়ের সাথে নিজেকে না বদলিয়ে একক ভাবে সময়ের দোষ দিয়ে বলে যাই দিনকাল বদলেছে আর সময়ের সাথেসাথে সব নষ্ট হয়ে গেছে অথচ সময় নষ্ট নয়, নষ্ট হলাম আমরা এবং আমাদের কর্মফল।
আমার মনের ভিতর স্বর্ণাক্ষরে লেখা আছে যার চোখে আমি খারাপ, তার চোখে আমি কখনো ভালো হবার চেষ্টায় সময় নষ্ট করি না, আমি জানি, স্বর্ণের আংটি বাঁকা হলেও দাম কমে যায় না, যে স্বর্ণের আংটি চিনে না সেতো কাউকে সম্মান দিতেও জানে না, নিজেও সম্মান পায় না, মুলত জহুরি জহুর চিনে। আমি নিকৃষ্টদের কাছে সম্মানে কাঙ্খিত নই। যে আমাকে মন্দ চোখে দেখে তার চোখে আমি মন্দতেই থাকতে চাই। কেউ আমার সামনে পেছনে সমালোচনা করা এবং আমার ভালো কাজ সহ্য করতে না পারা মানে আমি তার থেকে অন্তত বহুগুনে সফল এবং পারফেক্ট, সুতরাং আমি আমার ভালো-মন্দতেই সচেতন থাকি। কারন আমি গলা ফাটিয়ে নিজেদের কথা কারো কাছে প্রমান করতে যাই না, আর আমার পারফেক্ট বিষয় গুলোই যারা বদনামের ছলে ঘুরিয়ে ঘুরিয়ে প্রচার করে, এতেকরে তাদের দ্বারা আমার চলার পথ অনেকটাই কুসুমাস্তীর্ণ হয়।
তবে দিনশেষে আমি মানুষ এবং আমিই আমার প্রতি আত্মবিশ্বাসী ও সফল। তোমরা যারা শুধু অন্যের বদনাম করে করে নিজের ভালো খুঁজে বেড়াও আর গলা ফাটিয়ে নিজেদের কথা প্রমান করতে ব্যকুল থাক, মানুষ ডেকে ডেকে খাইয়ে আমার বদনাম করো, তাতেও আমার কোন সমস্যা নেই, আমি শুধু দেখি আর উপভোগ করি, জীবন কত সুন্দর এবং একজন সফল মানুষের প্রত্যাশার অসামান্য প্রাপ্তি….
লেখক : প্রতিবাদি কবি, কথাসাহিত্যিক, সব্যসাচী লেখক, সম্পাদক প্রকাশক অর্থনীতির ৩০ দিন।



















