এ জেড কাওছার স্বদেশ ইসলামী লাইফের সিইও

নিজস্ব প্রতিবেদক :
তরুণ বীমা নির্বাহী এ জেড কাওছার স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার (২০ আগস্ট) তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বাভার গ্রহন করেন। এ সময় বিভিন্ন সেকশনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্প্রতি অনুষ্ঠিত স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় এ জেড কাওছারকে কোম্পানির ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। তিনি আজ বুধবার (২০ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটির সিইও’র পদে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করেন। এ সময় কোম্পানির উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জনাব এ জেড কাওছার স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পদে দায়িত্বভার গ্রহনের আগে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পদে কর্মরত ছিলেন। এ জেড কাওছার ২০০৩ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের মাধ্যমে বীমা পেশায় তার কর্ম জীবন শুরু করেন। তিনি এরপর পর্যায়ক্রমে দেশের একাধীক জীবন বীমা কোম্পানিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফে যোগদানের পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এ অবস্থায় কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব প্রদান করেন।
মেধাবী এই বীমা নির্বাহী শিক্ষাজীবনের প্রতিটি স্তরে সর্বোচ্চ মেধার সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে এমএসএস ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকলস্তরে ১ম শ্রেণী প্রাপ্ত হয়ে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পাশাপাশি তিনি আইএবিআইটি থেকে এমবিএ (এইচআরএম) ডিগ্রি অর্জন করেন।
স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা করেন, মেধাবী এই বীমা সংগঠক তার অর্জিত পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোম্পানির উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতিতে ভূমিকা রাখতে সক্ষম হবেন ইন-শা- আল্লাহ। তিনি দায়িত্ব পালনকালে কোম্পানির সকল স্তরের সহকর্মীর সহায়তা কামনা করেছেন। তিনি কোম্পানির প্রত্যাশিত অগ্রগতি অজর্নে অতীতের সকল ধরনের ভুল বোজাবুঝির অবসান ঘটিয়ে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।