ব্যবস্থাপনা ব্যয়ের সীমা লঙ্গন বিজিআইসির

অর্থনীতির ৩০ দিন সংবাদ :
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে ১০ কোটি ৩৩ লাখ টাকা । বীমা কোম্পানিটির বিরুদ্ধে বীমা আইন ও শ্রম আইন লংঘনেরও অভিযোগ উঠেছে। বীমা কোম্পানিটি দীর্ঘদিন থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বেধে দেয়া আইনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামাফিক ব্যবসা পরিচালনা করে আসলেও বীমা কর্তৃপক্ষ বিষয়টি নজড়ে আনছে না। ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানিটির নানা অনিয়মের তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এসআরও নং ২৮০-ল/২০১৮ অনুযায়ী নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ১০ কোটি ৩৩ লাখ টাকা ব্যবস্থাপনা ব্যয় করেছে।
এছাড়া, শ্রম আইন অনুযায়ী ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করেনি কোম্পানিটি। একই সঙ্গে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস-১৯) অনুসারে গ্র্যাচ্যুইটির অ্যাকচুয়ারিয়াল মূল্যায়নও করা হয়নি বলে নিরীক্ষক মন্তব্য করেছেন।