সেরা ব্যাংকের তালিকায় ইবিএল

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমে অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশের শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে । বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্ট অনুযায়ী— ব্যাংকটি সামগ্রিক টেকসই কার্যক্রম, গ্রিন ইনভেস্টমেন্ট ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় অভিনব সাফল্য অর্জন করেছে।
এ অর্জনকে ‘ব্যবসার বাইরেও সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন’ বলে অভিহিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি কেবল একটি অর্জন নয়, বরং আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি ও কৌশলগত দৃষ্টিভঙ্গির স্বীকৃতি।’
সাফল্যের প্রতিফলন হিসেবে তিনি আরও তুলে ধরেন, কীভাবে পুনঃঅর্থায়ন, কার্বন নির্গমন পরিমাপ, গ্রিন লোন, ডিজিটাল ব্যাংকিং এবং আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে ইবিএল টেকসই ব্যাংকিংয়ের একটি কার্যকর মডেল তৈরি করেছে— যা এখন দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।