“স্বপ্নে দেখা রাজ কন্যা”(দুষ্টি কলম)

খোন্দকার জিল্লুর রহমান :
আমার স্বপ্নে দেখা রাজ কন্যা ঘুমের দেশে আছে,
ইরান তুরান পার হয়ে আজ আসছি তোমার কাছে।
এ যেন এক মন ভোলানো নতুন অলঙ্কার,
সব কিছুকে ভুলিয়ে রাখে সব সময়ে সবার।
আমার নিকট একা নয় সে সবার মাঝে থাকে,
ঘুমের মাঝে কেউ বুঝেনা হারিয়ে ফেলে যাকে।

কত মধুর সময় কাটে বুঝার উপায় নাই,
বাস্তবতার মঝে তাকে কখনো খুঝে নাহি পাই।
কি অপরুপ রূপের যাদু ঘুমের ঘোরে থাকে
ঘুম ভাঙ্গার পর ভুলেও কবু যায়না পাওয়া তাকে।
স্বপ্ন কত মধুর যে হয় রাজকন্যাকে পেয়ে,
ভাবতে কত অবাক লাগে ঘুমের ঘোরে যেয়ে।

আমার স্বপ্নে দেখা রাজ কন্যার রূপের ঝলক অনেক,
হাত বাড়িয়ে ধরতে গেলেই যায়না পাওয়া ক্ষনেক।
দিন কেটে যায় রাত কেটে যায় ভাবতে গিয়ে যাকে,
হঠাৎ করে উঠলে পরে কেন যায়না পাওয়া তাকে।
মনের মঝে সকাল সাঁঝে যাহার আনা গোনা,
বাস্তবতার মাঝেও কখনো তাকে খুঁজে পাওয়া যায় না।

স্বপ্ন রঙ্গে রাঙ্গিয়ে দিল রুপবতি এক নারী,
দু-হাত ধরে বললে আমায় এস দেব সাগর পাড়ি।
জল-তরঙ্গের তালে তালে দক্ষীনা হাওয়া লাগিয়ে পালে
ভালবাসায় জড়িয়ে ধরে মনের রঙ্গে রাঙ্গিয়ে তোলে।
তোমার আমার জীবনটাকে সাজিয়ে স্বপ্ন সাজে,
ঘুম কাটিয়ে স্বপ্ন ভেঙ্গে চলতে হবে জীবন গড়ার কাজে।