“একটি মেয়ে আমি দেখেছি যখন” (দুষ্টি কলম)


খোন্দকার জিল্লুর রহমান :
একটি মেয়ে যখন আমি দেখেছি সেদিন
হাতে তার ছিল একগোছা গোলাপ কলি,
অপেক্ষায় কেটেছিল তার সারাটা দিন
দেওয়ার সুযোগ সে যেন পায়নি বলি।

এলো চুলে জানালায় সে দাড়িয়ে ছিল
হাত দুটো নিজে নিজে গুটিয়ে নিল,
কার ছায়া জীবনে তার পড়েছে মনে
মিলিয়ে নিতে পারেনিকো সে নিজের সনে।

বিকেলের সোনারোধ যেন চমকে এসে
নিজেকে নিজেই সে যেন রাঙ্গিয়ে নিল।
যার হাতে গোলাপ দেবার কথা ছিল
দিন শেষে আধাঁরে সে মিলিয়ে গেল।

অনুরাগে যেন তার দেহটাকে রাঙ্গিয়ে নিল
হাত থেকে গোলাপ কলিটা জরেপড়ে গেল,
রাতের আধারে রাজকুমার এল যে কখন
মনের অজান্তে নিশিথে সে কেড়ে নিলে মন।

আহা, একটি মেয়ে আমি দেখেছি যখন
তার হাতে হাত রেখে কেটেছি জীবন,
অসময়ে এমন করে সেযে কেন চলে গেল
তার ধরা হাত দুটো এখনো খালি রয়ে গেল।

হাতের গোলাপটা তার অপেক্ষায় শুকিয়ে গেল
তবুও সে কখনো আর ফিরিয়ে না এল,
আপেক্ষায় তার জন্য আমি জ্বালিয়েছি দ্বীপ
ভোরের আজানে নিভে গেল তার জীবন প্রদীপ।