খোন্দকার জিল্লুর রহমানঃ
শুন্যতা নিয়ে পুর্নতা ছাড়া ভালবাসা হয়নি পুরন
তাইতো নিবিড়ে একাকি শুধু তোমাকে করেছি স্মরন।
তবুও একা থেকে অপুর্নতা রেখে দিন কেটে যায়
মাঝে মঝে কেন দেখা দাও এসে মনের আঙ্গিনায়।
নিশিথে যখনি কান পেতে শুনি তোমার পদধ্বনী
হারাতে পারিনি তোমাকে আজও মন থেকে এক্ষনি।
হাতে হাত রেখে বলেছিলে তুমি থাকবে আজীবন
চলে যাবার পর কথাগুলি মনে থেকে যায় আমরন।
মনের কথাগুলি নাবলা রেখে কেমনে থাকি সারাক্ষন
দুষ্টি কলমটা তাই সব লিখেযায় করতে পারিনা বারন।
রঙ্গতুলি আর রঙ্গেতে নয় ছিলে মনের রঙ্গে রাঙ্গিয়ে
রেখেছিলে তাই নিবৃত যতনে নিজের করে সাজিয়ে।
একাকি রেখে তোমার কখনো হয়নি কোথাও যাওয়া
হারিয়ে গেলে মন থেকে আর হবেনাতো ফিরে পাওয়া।
এখনো তোমার সেই শুন্য আসন হয়নি পুর্ন করা
সাজিয়ে রেখেছি অপলকে আজ রয়েছে সব অধরা।
যার কপালে চুমু খেয়ে ভোরে শুরু হত পথ চলা
স্মৃতিগুলি সব মনে মনে রেখে কেটেযায় সারা বেলা।
আজো তোমার ছায়াপথে হেটে তোমার ছবি আঁকা
ভুলিতে পারিনাই আছ হৃদয়ের ভালবাসা দিয়ে ঢাকা।
Published : 14 February 2022