আইসিটি মামলায় ওয়ারেন্টভুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চার্জশিটে নাম আসা ১৫ জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। এ কর্মকর্তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত আছেন। একজন কর্মকর্তা ‘এলপিআর’ (ছুটি ভোগ) অবস্থায় আছেন।
বাংলাদেশ সেনাবাহিনী আজ শনিবার (১১ অক্টোবর) ঢাকায় সেনা হেফাজতে থাকার খবরটি নিশ্চিত করেছে । বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান ঢাকা সেনানিবাসের একটি মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
তিনি বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন এসেছেন।
তবে গুম-খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত অনেক সেনা কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হওয়ার পরপরই তারা দেশ ছেড়েছেন বলে ধারনা করা হচ্ছে।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি)-এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদও দেশ ছেড়েছেন। এছাড়া রামপুরায় কিলিংয়ের সঙ্গে জড়িত মেজর নোমান কুমিল্লা সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন।
বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মুজিবুর রহমান দেশ ছেড়েছেন। গত বছরের ৫ আগস্টের কিছুদিন পরে তিনি ভারতে পালিয়ে যান। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত ব্যবহার করে তিনি ভারত যান। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আকবর এখন দিল্লিতে আছেন। বিভিন্ন সূত্র জানায়, তিনি ভারতেই অবস্থান করছেন। ডিজিএফআইয়ের সাবেক ৫ পরিচালকের সবাই দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।