
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ মুরাদপুর-চট্টগ্রাম সেলস্ অফিসের সম্মানিত গ্রাহক আনোয়ার আজম খান এর মৃত্যু দাবীর চেক তার মনোনীতক স্ত্রীর হাতে তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নূরে আলম ছিদ্দিকি অভি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার সায়ের আহমদ সায়েদ।
মাত্র ২,০০০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে ১৭ দিনের মধ্যে উক্ত গ্রাহক মারা যান, কাগজপত্র জমা দেওয়ার ২ কর্ম দিবসের মধ্যে ২,১৮,০০০ ( দুই লক্ষ আটার হাজার ) টাকা নমিনির ব্যাংক হিসেবে মৃত্যু দাবীর টাকা প্রেরণ করা হয়।