অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ইউএস ফেডারেল গভর্নমেন্ট ইরানের ৫’শ বিটকয়েন জব্দ করেছে। ইরানের ব্লকচেইন এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেপহর মোহাম্মদি এ দাবি করে জানিয়েছেন, ওই ৫’শ বিটকয়েনের আর্থিক মূল্য আড়াই’শ বিলিয়ন রিয়াল বা ৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার।
তবে যুক্তরাষ্ট্র ইরানের এ বিটকয়েন জব্দ করার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানায়নি। ইরানের ওপর নতুন করে অবরোধ চাপিয়ে দেওয়ার পর এবার বিটকয়েন আটক করে ভাচুয়াল কারেন্সির ওপর নিষেধাজ্ঞার পর্ব শুরু করল দেশটি।




















