এম. মাহবুবুর রহমান ভুইয়ার নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক-২০২৪ অর্জন

খোন্দকার জিল্লুর রহমান :
গত ১৩ জুলাই ২০২৪ নবাব স্যার সলিমুল্যাহ’র ১৫৩তম জন্ম বার্ষীকি উদযাপন উপলক্ষে বিশ্ববীণা কবিতা ও সাংস্কৃতিক মঞ্চ কর্তৃক কাকরাইল আইিডিব’র সেমিনার হলে আয়োজিত নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক_২০২৪ অনুষ্টানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এফ. এম.(আমেনা ফজলু)পাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এম. মাহবুবুর রহমান ভুইয়াকে সম্মাননা প্রদান করা হয়।