
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলস’র বার্ষিক সম্মেলন ২০২৫ শনিবার (১৮ অক্টোবর) কক্সবাজারের হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মানসুদ আলম ।





















