

খোন্দকার জিল্লুর রহমান :
চিঠির আশায় বসে আছি
সময় কাটে না
ডাক পিয়ন যে আসবে কখন
বুঝতে পারি না।
অবশেষে আসলো দেখি
খোলা চিঠিখানা
ছিল তাতে সাদা কাগজ
লেখা ছিল না।
বার্তা দিলাম তোমার কাছে
লিখবে গোপন কথা
এমন কিছু লিখবে না আর
পাই যে মনে ব্যথা।

চিঠির মাঝে অশ্রু দিও
আরো দিও বুকের ক্ষত
ডাক পিয়নকে বলে দিও
এটা ভীষণ ব্যক্তিগত ।
নিজের মাঝে নিজেই যখন
একা একা থাকি
তার বিহনে কেমন করে
মনকে বুঝাই রাখি।
সকাল-বিকেল ভাবছি শুধু
সয়না মনে ব্যাথা
কেমন করে বলবো তোকে
জমানো সব কথা।
পোষ্ট মাস্টার আর চিঠির প্রথা
হয়েছে নিরুদ্দেশ
ম্যাসেজ প্রথায় চলতে চলতে
চিঠির প্রথা শেষ।