
খোন্দকার জিল্লুর রহমান –
শেয়ারবাজারের দুরবস্থা দেখার কেউ নেই,এ সরকার বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও শেয়ারবাজারকে একটা শৃংখলার ভিতর ফিরিয়ে আনার কোন নিদর্শন আজ পর্যন্ত দেখা যায় নাই। সরকারের শীর্ষ একজন উপদেষ্টা হয়েও প্রতিশ্রুতি কখনোই ঠিক রাখে নাই এবং বিনিয়োগকারীদের বারবার বারবার ঠকিয়েছেন।জিএমজি এয়ারলাইন্স নিয়ে জনগণকে বা বিনিয়োগকারীদেরকে স্বপ্ন দেখিয়ে বাজার থেকে উঠিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ যার কোনোহদিছ এখন পাওয়া যাচ্ছে না। একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েও গত ১৩ বছরে সেই অর্থ আজও ফেরত দেওয়ার কোন নাম নিশানা দেখা যাচ্ছে না অথবা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই বা কোন উদ্যোগ দেখা যায় নাই। অনেকের সাথে প্রতিশ্রুতি অনেকবার দিয়েছে জিএমজি এয়ারলাইন্স এর এই দায়িত্বশীল ব্যক্তি এবং প্লেসমেন্ট শেয়ারর টাকা ফেরত দিবেন বলে মনে কিন্তু আজও পর্যন্ত তার কোনো উদ্বোগ দেখা যাচ্ছেনা বা কোনো রকম কার্যক্রম দেখা যাচ্ছে না। শেয়ারবাজারের অর্থ লুটেপুটে তারা প্রভাব বিস্তার করে যাচ্ছেন সরকারের লেজুড়বৃত্তি করে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়ার পরও বাজাবের কোন সমাধান দেন নাই আমরা বিনিয়োগকারীদের পক্ষ থেকে এর বিচার চাই তার কয়েকটা প্রমানিত কপিসহ তার দরখাস্ত এবং তার রিসিভ কপি হিসেবে মিজানুর রশিদ চৌধুরী, সভাপতি বিনিয়োগকারী ঐক্য পরিষদ এর একটা লিখিত বক্তব্য উপস্থাপন করা হলো প্রমাণ হিসাবে….


