ট্রাস্ট ইসলামী লাইফের সাথে Footsteps Bangladesh Ltd এর গ্রুপ বীমা চুক্তি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর সাথে Footsteps Bangladesh Limited একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ১৩ অক্টোবর ২০২৫ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্ট ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং Footsteps Bangladesh Limited এর ডিরেক্টর Rameesh Ummer PandiKasala Parambil এবং হাফিজুল ইসলাম (ম্যানেজার এডমিন) ও ওয়ালিদ মাহমুদ ( লিড এইচআর) উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রেজা আকবর ফয়সল এবং মো: নুরুল মতিন মজুমদার (গ্রুপ ইন্সুরেন্স বিভাগ প্রধান)।