
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সম্মানিত শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৪৪৭তম পরিচালনা পর্ষদ সভায় পর্ষদ সদস্যগণ মিসেস রুবাইয়াত আরা এফসিএ মহোদয়াকে অত্র কোম্পানীর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক সম্মতি পাওয়ার দিন হতে তা কার্যকর করা হয়।
একইসাথে পরিচালনা পর্ষদ তাঁকে অডিট কমিটি এবং নমিনেশন এন্ড রিমিউনারেশন কমিটির চেয়ারপার্সন হিসেবে মনোনীত করেন। তিনি জাতীয় বিশ^বিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে ¯œাতোকত্তোর অর্জন করেন। তিনি দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ এর একজন ফেলো সদস্য। পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদ বিশ^াস করেন যে তার হিসাব নিরীক্ষার অভিজ্ঞতা এবং হিসাব বিজ্ঞানের পারদর্শীতা যেভাবে কোম্পানীর আর্থিক খাতকে শক্তিশালী করবে ঠিক তেমনি পর্ষদে তার অন্তর্ভুক্তি শেয়ারহোল্ডারগণের স্বার্থ রক্ষায় অক্ষুন্ন থাকবে।
পরিচালনা পর্ষদের পক্ষে, শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস, কোম্পানী সচিব।




















