
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বিশ^ ব্যাংকের একটি প্রতিনিধি দল অদ্য ০৯/১২/২০২৪ইং তারিখে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের অফিসে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রথম ভাইস-প্রেসিডেন্ট হোসেন আখতার, নির্বাহী কমিটির সদস্য মোঃ জালালুল আজিম এবং মোঃ ইমাম শাহীন, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা, এস এম জিয়াউল হক এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ভাইস-প্রেসিডেন্ট মারুফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন (1) Sumati Rajput, Senior Financial Sector Specialist, (2) Joop Stoutjesdijk, Lead Water Resources Management Specialist, (3) Jelena Kostic, Consultant, (4) Md. Mofazzal Hossain, Consultant, (5) Lai Ming So, DRF Consultant, (6) Emily Montier, DRF Consultant, (7) Md. Didarul Islam, Financial Management Specialist