
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ছয়টি মিউচুয়াল ফান্ডের তদারকি ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডকে ৩ কোটি টাকা জরিমানা করেছে ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড—এই ছয়টি ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্বে ছিল বিজিআইসি।
কিন্তু ফান্ডগুলোর কার্যক্রম সঠিকভাবে তদারকি না করায় এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়েছে। কমিশনের ভাষ্যে, ট্রাস্টি হিসেবে দায়িত্বে গাফিলতি ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন করেছে, যা পুঁজিবাজারে আস্থার জন্যও নেতিবাচক সংকেত তৈরি করেছে।




















