
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সরকারি আযম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, অসংখ্য গ্রন্থের লেখক প্রফেসর শেখ আব্দুল হাসিব মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নগরীর মিয়াপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ আছর খুলনার সরকারি আযমখান কমার্স কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদ এশা মিয়াপাড়া কায়েমিয়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।