যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) অজিত চন্দ্র আইচ

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বীমা খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব অজিত চন্দ্র আইচ। যমুনা লাইফের পরিচালনা পর্ষদের ৬১ তম সভায় তার এ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ ২৭ অক্টোবর থেকে তার এই নিয়োগ কার্যকর হয়। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
বীমা নির্বাহী অজিত চন্দ্র আইচ এর আগে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সফলতার সাথে সিইও পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সোনালী লাইফে তিনি এ পদে যোগ দেন। কিন্তু কোম্পানিটিতে অভ্যন্তরীন প্রশাসনিক দ্বন্ধে দায়িত্ব পালনে বাধাগ্রস্থ হন। তিনি দীর্ঘ সময় ছুটিতে ছিলেন। যমুনা লাইফের পরিচালনা পর্ষদ কোম্পানির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা ও গ্রাহক-শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।
বীমা খাতে অজিত চন্দ্র আইচের দীর্ঘ চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাকালীন সিইও এবং পরবর্তীতে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে সোনালী লাইফ চতুর্থ প্রজন্মের প্রথম কোম্পানি হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।