অর্থনীতির ৩০ দিন সংবাদ :
রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর এতই দুর্দিনে এসেছে যে, একজন গাড়িচালককে ভিপি পদে প্রমোশন দিতে হবে? ৩য় প্রজন্মের হোক, তাইবলে কি রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানীর মত একটি কোম্পনী তাঁদের গাড়িচালক খন্দকার সোহেল রানাকে ভিপি পদে অবৈধভাবে পদোন্নতি দিতে হয়েছে। আবার তাও করা হয়েছে কোম্পানির চাকরি বিধিমালা (রুলস্ অফ সার্ভিস) সম্পূর্ণ অমান্য করে নাকি কোন ভয়ে। অনুমোদিত চাকরি বিধিতে স্বাক্ষর রয়েছে রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান হানিফ চৌধুরী। সে সময়ে হানিফ চৌধুরী ছিলেন উক্ত কোম্পানির ভাইস চেয়ারম্যান।

সূত্রের খবর, কোম্পানীর চেয়ারম্যান গত ৪ মাস ধরে অফিসে না এসে ভ্যার্চুয়ালি কোম্পানীর কার্যক্রমে অংশগ্রহন করেন। আরো জানা গেছে, কোম্পানীর চাকরি বিধি অনুযায়ী ভিপি পদে চাকুরির জন্য শিক্ষাগত যোগ্যতা যে পরিমান দরকার খন্দকার সোহেল রানার সে যোগ্যতা নেই। খন্দকার সোহেল রানার সরবরাহকৃত সনদ তার নিয়োগের নির্ভরতা অনুযায়ী আসল নয় বলে যানা যায়! এপদোন্নতি নিয়ে তীব্র ক্ষোভ ক্ষোদ কোম্পানীর সর্বস্তরে, ঝামেলা এড়াতে কোম্পানীর প্রধান ও প্রিন্সিপাল অফিসের বঞ্চিত কর্মকর্তারা কেহ ভয়ে মুখ খুলছে না।
অনুসন্ধান করে জানা যায়, গত ২৬ মে ২০২৪ কোম্পানীর বিপনন বিভাগের মালিবাগ শাখায় কর্মরত খন্দকার সোহেল রানাকে এ পদোন্নতি দেয়া হয়। নিয়োগপত্রে (আরআইসিএল/এইচও/অ্যাপয়েন্টমেন্ট/২০২৪/০৫/ ৩৫৫০) খন্দকার সোহেল রানার মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৬৬ হাজার ৯৯৭ টাকা। ভ্যাট ও স্ট্যাম্পসহ বার্ষিক ব্যবসার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৩৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানীর মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুমান আবেদিন স্বাক্ষর করা পত্রে এ নিয়োগ অনুমোদিত।
সুত্রের আরো খবর, কোম্পানীর চেয়ারম্যান হানিফ চৌধুরী পরিচালক থাকাকালে খন্দকার সোহেল রানা তাঁর গাড়িচালক ছিলেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকার বাইরে যাত্রায় হানিফ চৌধুরী ও তাঁর পারিবারিক সদস্যদের আনা নেওয়া করতেন গাড়িচালক খন্দকার সোহেল রানা। সে সুবাদে কোম্পানীর বর্তমান চেয়ারম্যান হানিফ চৌধুরী এবং তাঁর পরিবারের সকলের সঙ্গে গাড়িচালক খন্দকার সোহেল রানার সখ্যতা গড়ে ওঠে। চৌধুরী পরিবারে গৃহস্থালীর কাজও সহায়তা করতেন গাড়িচালক খন্দকার সোহেল রানা। পারিবারিক সক্ষতার কারনে খন্দকার সোহেল রানার যোগ্যতা না থাকলেও সবকিছু এড়িয়ে সম্প্রতি তাকে পুরস্কৃত করেন রিপাবলিক ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হানিফ চৌধুরী। কৌশলে হানিফ চৌধুরী তাকে গাড়িচালক পদ থেকে অব্যাহতির কাজটিও করান বড় পদে পদোন্নতির জন্য। তাঁর নির্দেশ অনুযায়ী বিশ্বস্ত গাড়িচালক খন্দকার সোহেল রানাকে সরাসরি ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নিয়োগ দেয় কোম্পানী। কোম্পানীর যোগ্য ও প্রকৃত শিক্ষিত কর্মকর্তা কেউ এ পদোন্নতিকে ভালো চোখে দেখছেন না। চাকরিতে সমস্যা হতে পারে মনেকরে অনেকেই কথা বলতে চান না।
জানা গেছে, কোম্পানীর একাধিক কর্মকর্তার শিক্ষা সনদ নিয়ে বিতর্ক রয়েছে। কোম্পানীর প্রিন্সিপাল শাখার দায়িত্বরত সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) রোমেন আহাম্মদের ক্ষেত্রে এমন অভিযোগ রয়েছে। বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, শিক্ষা সনদ আসল না নকল যাচাই করে দেখুন। খন্দকার সোহেল রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিষয়েই শুধু কথা বলুন। আপনাদের দুজন কর্মকর্তার শিক্ষা সনদ নিয়ে বিতর্ক রয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি নামাজের পর একটি জানাজায় যাব বলে প্রসঙ্গ এড়িয়ে যান।
কোম্পানীর বগুড়া শাখার ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) মেহেদী হাসানের সঙ্গে প্রথমে স্থানীয় ব্যবসা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি এ প্রতিবেদককে বলেন, ১৮ বছর ধরে রিপাবলিক ইনস্যুরেন্স বগুড়া শাখায় আছি, আগে ছিলাম প্রভাতী ইন্স্যুরেন্সে। এখানে ব্যবসা মোটামুটি ভালোই করছি। খন্দকার সোহেল রানার বিষয়টি তুলে ধরা হয় তার কাছে। পরিচয় জানতে পেরে উচ্চ মাধ্যমিক পাশ মেহেদী হাসান কিছুটা পাশ কেটে যান, এবং বলেন, খন্দকার সোহেল রানা গাড়িচালক ছিলেন শুনেছি তবে তিনি চেয়ারম্যান স্যারের কাছের লোক।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সরোয়ার জাহান জামিল শুধু খন্দকার সোহেল রানাসহ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি না ধরে বলেন ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা দেখার দরকার হয় না; ব্যবসাটাই বড় ব্যপার।

বিয়য়টি নিয়ে যোগাযোগ করা হলে খন্দকার সোহেল রানার সেলফোন বন্ধ পাওয়া যায়। কোম্পানীর মালিবাগ শাখায়ও তাকে পাওয়া যায়নি।
সুত্রের খবরে জানা যায়, মালিবাগ শাখায় কাগজে কলমে দায়িত্বে রয়েছেন খন্দকার সোহেল রানার স্ত্রী রুমা আক্তার, যার পদবী সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তাকে খুব একটা কোম্পানীর মালিবাগ শাখার অফিসে দেখা যায় না। অনেকেই বলছেন তিনি নাকি ডামি কর্মকর্তা! এ রকম ডামি কর্মকর্তা রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডে আরও অনেকে আছে বলেও জানা যায় এবং বর্তমানে খন্দকার সোহেল রানাই মালিবাগ শাখার মূল কাজ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানীর সাবেক পদস্থ কর্মকর্তা অনেকেই বীমা কোম্পানিতে গাড়িচালক থেকে সরাসরি গুরুত্বপূর্ণ ভিপি পদে নিয়োগের তীব্র সমালোচনা করেন। তাদের মতে, ভিপি পদের এ ‘কর্মকর্তা’ কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অধিষ্ঠিত হবেন এক সময়! এটা কি যোগ্য ব্যাক্তিদের কেউ মেনে নিতে পারবেন? রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্তমান চেয়ারম্যান হানিফ চৌধুরী কোম্পানীর প্রতিষ্ঠিত নিয়মকে অবজ্ঞা করেছেন তাঁর একক কর্মকান্ডে। বর্তমান সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী একটি শিল্প গোষ্ঠী প্রধানের নিকট আত্মীয় বলে ভয়ে চেয়ারম্যান হানিফ চৌধুরী দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমান প্রধান নির্বাহী ও চেয়ারম্যানের একতরফা কাজের সহযোগী হলেও পুর্বে তিনি বিতর্কিত ছিলেন। আগের কোম্পানীতে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার কারনে এই মুখ্য নির্বাহীর চাকরি চলে যায় বলে অভিযোগ তোলেন এবং বলেন পূর্বের কোম্পানীকে তাঁর জন্য নিয়ন্ত্রক সংস্থায় বড় অংকের জরিমানা প্রদান করতে হয় সেইসাথে গত কয়েক বছরে চেয়ারম্যান ও এমডির কারনে রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডকে বিভিন্ন পত্র পত্রিকার শিরোনাম হতে হয়েছে।
চলবে…