লন্ডনের ডোরচেস্টারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ও জাতির প্রত্যাশা

খোন্দকার জিল্লুর রহমান :
লন্ডনে ডঃ মুহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের এমন গুরুত্বপূর্ণ একটা বৈঠকে একটা অযোগ্য ও অথর্ব লোক যিনি কয়েকদিন আগেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিপুল বেপরোয়া মন্তব্য করেছেন, বাজে মন্তব্য করেছেন, বিএনপি’র কি এতই দুর্দিন নেমে এসেছে যে, সে-ই আমির খসরু মাহমুদ চৌধুরীর মত একটা বাজে লোককে এই প্রোগ্রামটাতে রাখা উচিত ছিল???এটা উচিত হয়নি এবং এটা দেশের সাধারণ মানুষ ভালো চোখে নেয় নাই। সারা বিশ্বে একজন আপসহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়া এবং বিএনপির মত একটা জনপ্রিয় দলের ব্যানারে থেকে নির্দিষ্ট কয়েকজন সিনিয়র নেতা নেত্রী যেভাবেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে নিজেদেরকে এবং বিএনপিকে দেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করেছেন। শুধুমাত্র অল্প কয়েকদিন আগে তার ব্যবহারে তার প্রোগ্রামে তার সম্মুখেও যখন সাধারণ লোকজন বলেছিল ভুয়া এবং চাঁন্দাবাজ তখন সে চোখের পানি ফেলছিল সস্তা জনপ্রিয়তার জন্য। কিন্তু কিছুদিন পূর্বের আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এই অখাদ্য কুখাদ্য ব্যক্তি গুলি এই অল্প কয়েকদিনের ব্যবধানে এইরকম কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে লন্ডনের যাত্রাতে ও মিটিংয়ে যোগ হয়েছেন এটা দেশের মানুষ সহজভাবে মেনে নিতে পারতেছে না। আমি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ রাখবো বিএনপিকে আবার দেশের ১৮ কোটি জনগণের নিকট জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য এই ১৪-১৫ জন নেতাকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দলকে একটু ঢেলে সাজিয়ে সুন্দর অবস্থানে নিয়ে যাবেন বলে আমরা আশা করি। কোন স্বার্থবিহীন আমি একজন দেশপ্রেমিক নাগরিক দুটি পত্রিকার সম্পাদক প্রকাশক এবং প্রতিবাদী কবি,সব্যসাচী লেখক ও কথাসাহিত্যিক হিসেবে আমি আশা করবো আমার এই লেখা নিউজটা অতি তাড়াতাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৌঁছবে এবং আমার সাথে মতবিনিময় করবেন বলেও আশা রাখি….
নিম্নে লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমান এর কিছু স্থির চিত্র তুলে দেওয়া হল….