

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ২৫০৭২০২৩ বাসভবন,
বিত্ত বাসনার কামনার আক্রোশ প্রতিশোধের তীব্র জ্বালা
বহিয়া বহিয়া অনিভৃত শরীরে অবৈধ মেলামেশার ফালা,
নিবৃত নয়নে উচ্ছাস বদনে অতৃপ্ততায় বাড়ায় ক্ষোভ
দিনে দিনে তা রহিয়া রহিয়া নিরবে জমায় বিক্ষোভ।
নগ্নতার কাছে যৌনতার আকাঙ্খা উন্মাদ শরীরের নেশা
বেহায়া চিত্তে নির্লজ্জ নৃত্যে বাড়ায় অসভ্যতার পেশা,
বিক্রিত রুচির অনিয়ন্ত্রিত মনুষ্যত্ব করে দেয় জ্ঞান শূন্য
ক্ষনিক আনন্দের পৈচাশিক আত্মা ভুলে যায় পাপ পুন্য।
তপ্ত দাবানলে দুর্নীবার আত্মা ক্ষনে ক্ষনে জেগে উঠে
বিবেক তখন শুন্যতায় ভরা শুধু তৃপ্ততা জাগায় ঠোঁটে,
কামনায় থাকা ভোগের দেহে আদিম নেশায় আশক্ত
মনুষ্যত্ব তখন শুন্যে বিকায় যতক্ষণ যৌনতায় থাকেলিপ্ত।
বেশ্যার অপবাদ দিওনা কাউকে বেশ্যা হয়নি নিজে
প্রতিটি নারীই বেশ্যা হয়েছে নির্লজ্জ পুরুষের কাজে,
বেশ্যা নারীরা মারা গেলেও পরে সমাজে হয়না ঠাই
নারীর শরির কলঙ্কিত হলেও পুরুষের কলঙ্ক নাই।
সূশীল সমাজে সূশীল মানুষদের বানিয়েছে মূল্যহীন পন্য
অব্যক্ত যন্ত্রনায় বিবেকের তাড়নায় নিজেরা আজ জ্ঞানশূন্য,
অসভ্য সমাজের বিকৃত সাজের কিভাবে হবে প্রতিকার
পরবর্তি প্রজন্মই প্রতিষ্ঠা করবে নারী-পুরুষ সম-অধিকার।