
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা (অএগ), ২৫ সেপ্টেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মজিবুল ইসলাম। তিনি কোম্পানীর বিগত বৎসরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন। সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম, পরিচালক শাফাফ রহমান সাদ, পরিচালক পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান। সভায় ২০২৪ সালের বিনিয়োগকারীদের জন্য ১২% নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে ২০২৪ সালের এজেন্ডাগুলো অনুমোদিত হয় ও তাদের ভার্চুয়াল অংশ গ্রহনের মধ্যদিয়ে বার্ষিক সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।