অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
বাংলাদেশের সর্ববৃহৎ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান (আইপিপি) সামিট আরো একটি এইচএফও-জ্বালানিভিত্তিক ১৪৯ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু করেছে। সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড (এইস অ্যালায়েন্স পাওয়ার লিমিটেড হিসেবেও পরিচিত) বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক বেঁধে দেয়া সময়ের মধ্যেই সফলভাবে উৎপাদন শুরু করেছে। এ নিয়ে সামিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ হাজার ৯৪১ মেগাওয়াটে উন্নীত হলো।
সামিট গাজীপুর-১ বিদ্যুৎকেন্দ্র ১৩২ কেভিতে পিজিসিবির কড্ডায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ করছে। সামিট গাজীপুর-১ ও ২ বিদ্যুৎকেন্দ্র দুটি গাজীপুর জেলার কড্ডায় অবস্থিত।
উল্লেখ্য, সামিট গাজীপুর-১ পাওয়ার লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (৬৪ শতাংশ) ও সামিট করপোরেশন লিমিটেডের (৩৬ শতাংশ) মালিকানাধীন একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সামিট ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পটির অধীনে গত বছরের ১২ এপ্রিল সরকারের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি ও বাস্তবায়ন চুক্তিতে স্বাক্ষর করে। বিজ্ঞপ্তি



















