
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। কোম্পানীটিকে ‘স্পেশিয়ালিস্ট ইনস্যুরেন্স কোম্পানী’র স্বীকৃতি দেয় সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট।
৩০ নভেম্বর দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
ন্যাশনাল লাইফ তৃতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করলো।
দক্ষিন এশিয়ার সম্মানজনক এই অ্যাওয়ার্ড গ্রহণ করায় কোম্পানীর সিইও মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দেশের প্রথম জীবন বীমা কোম্পানী ও বেসরকারী খাতে বীমা ব্যবসায় পথিকৃত। চলতি বছরে কোম্পানীটি বীমা খাতে অবদান রাখায় বীমা দিবসে জাতীয় পুরস্কার, এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড, আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএবি অ্যাওয়ার্ড, কমনওয়েলথ অ্যাওয়ার্ড ও ৪র্থ আইসিসি ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করে।
কোম্পানী সংশ্লিষ্টরা বলেছেন সিইও মোঃ কাজিম উদ্দিনের বিচক্ষণ নেতৃত্বে ভালো ব্যবসা করার পাশাপাশি শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে ন্যাশনাল লাইফ। এসব পুরস্কার কোম্পানীর সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।