
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
৭৫৩ কোটি টাকার লাইফ ফান্ডের মাইল ফলকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। চতুর্থ প্রজন্মের কোম্পািন হিসেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এক অভাবনিয় সাফল্যের প্রতিফলন । চলতি ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দেশে কার্যরত ৩৬টি জীবন বীমা কোম্পানির সম্মিলিত লাইফ ফান্ড যেখানে ৩৬ হাজার ৯৬১ কোটি ৬১ লাখ টাকা, সেখানে তুলনামূলক নতুন প্রতিষ্ঠান হলেও গার্ডিয়ান লাইফের এই অগ্রগতি লাইফ বীমাখাতে উদাহরন সৃষ্ট করেছে।
বীমা খাতের বিশেষজ্ঞদের মতে, লাইফ ফান্ড কোনো জীবন বীমা কোম্পানির আর্থিক সক্ষমতা ও পলিসিধারীদের দাবি পরিশোধের শক্তিমত্তার অরুত্বপূর্ণ সূচক। অনেক প্রতিষ্ঠানের লাইফ ফান্ড যেখানে খুব কম বা ঋণাত্মক অবস্থায় রয়েছে, সেখানে গার্ডিয়ান লাইফের কয়েক শ কোটি টাকার তহবিল খাতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
লাইফ বীমাখাত সংশ্লিষ্টদের মতে, একটা মজবুত এবং শক্তিশালী লাইফ ফান্ড নতুন ব্যবসা সম্প্রসারণ, লভ্যাংশ বিতরণ ও এজেন্ট কমিশনের ক্ষেত্রে কোম্পানিকে স্বাধীনতা দেয়এবং গ্রাহকদেরও আস্থা অর্জন করে। যার কারনে একটা চতুর্থ প্রজন্মের কোম্পািনি হয়েও গার্ডিয়ান লাইফ অন্যান্য লাইফ বীমা কোম্পানিগুলোর তুলনায় বিনিয়োগকারীদের কাছে আস্তার প্রতিক হিসাবে স্থান করে নিয়েছে।




















