ওয়ান ব্যাংক লিমিটেডের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ব্যাংকের হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৪ জুলাই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে ওয়ান ব্যাংক। বর্তমানে ব্যাংকটি মোট ৯৫টি শাখা, ৯০টি এটিএম বুথ ও ১৯টি বুথের মাধ্যমে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি



















