শিরোনাম : আমার চন্দ্রমূখী (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান

রাতের গগনে উদিত চাঁদ তৃষিত জলাধি
মুদু মৃদু স্বরে মলয় সমিরন বয়েচলে নিরবদি,
রাতের আকাশে তারার মেলায় নিবিড় আলিঙ্গন
জীবন নদী বয়ে চলে যায় নিরিবিলি সারাক্ষন।

তপ্ত ললাটে বেড়ে উঠা সকল রূপায়ীত বাসনা
কল্পনার অবগাহনে মনেমনে থাকে নিরব সাধনা,
রৌদ্র-ছায়ার লুকোচুরিতে তোমার আমার পথচলা
হাজার কথার পরেও কথাগুলি থাকে সব না বলা।

কুয়াশা ভোরে আপন করে তোমাকেই পেতে চাই
অবচেতন মনে গোপনে গোপনে একাই খুঁজে বেড়াই,
বলেছিলে তুমি হারিয়ে যাবেনা থাকবে পাশেপাশে
রেখেদিও আমায় হৃদয় গভীরে একান্তে অভিলাষে।

এখনো আমার নির্ঘুম রাত কেটে যায় একা একা
শয়নে স্বপনে একান্ত মননে চুপি চুপি দাও দেখা,
কথা দিয়েছিলে হাজার কষ্টেও যাবে না আমায় ছেড়ে
স্বপ্নের রঙ্গে সাজিয়ে দুজনায় একান্তে আপন করে।

পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানিতে ভেসে উঠে তোমার ছবি
সবুজের বুকে আলপনা এঁকেদিয়ে পাটে যায় সন্ধারবি,
আজো যেনো আমি খুঁজে ফিরি একা তোমাকে বারবার
কি জানি কখনো পরজীবনে তোমাকে পাবো কি আবার।
===***===