
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কুমিল্লায় ২ কোটি ৫৫ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে।
গত ২০ নভেম্বর ২০২৪ কুমিল্লা শহরের কান্দিরপাড়স্থ কোম্পানীর এরিয়া অফিসে আয়োজিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় উক্ত টাকার চেক হস্তান্তর করা হয়। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে বীমা দাবীর চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কান্দিরপাড় ও লাকসাম জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন গৌরিপুর ও চাঁদপুর জোনের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ শামীম খান। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা এরিয়ার প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, আমরা সময় মতো গ্রাহকের হাতে বীমার টাকা পৌঁছে দেই, এজন্য দেশব্যাপী ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ বীমা দাবী পরিশোধের জন্য সরকার পরপর দু’বার ন্যাশনাল লাইফকে জাতীয় পুরস্কার প্রদান করে।