অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ মোট ৭৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। এর বিপরীতে অ-শ্রেণিকৃত ঋণ আদায় করবে ৬০০ কোটি টাকা এবং খেলাপি ঋণ ও অবলোপনকৃত ঋণ থেকে আদায় করবে যথাক্রমে ১৫ কোটি টাকা ও ১৪ লাখ টাকা। সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। এর মধ্যে দুগ্ধ উৎপাদন খাতে ৫৫ কোটি টাকা, অন্যান্য গবাদী পশু পালন খাতে ৮০ কোটি টাকা, চিংড়ি ও অন্যান্য মৎস্য চাষ খাতে ৩৫ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫৮০ কোটি টাকা ঋণ বিতরণ করতে হবে।
অন্যান্যের মধ্যে ব্যাংকটির শাখা অটোমেশনের সংখ্যা ১১৬টিতে উন্নীত করতে হবে, মামলা নিষ্পত্তির হার ৮ শতাংশে উন্নীত করতে হবে এবং লোকসানী শাখার সংখ্যা কমিয়ে ৭টিতে নিয়ে আসতে হবে। এছাড়া চলতি অর্থবছরে ব্যাংকটিকে ৭ কোটি ৬৫ লাখ টাকা নীট মুনাফা অর্জন করতে হবে।




















